• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খাটের নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

প্রকাশ:  ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে শারমিন বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মো. হাসানকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

হাসান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মিলবাড়ি এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পেশায় রিকশাচালক। শারমিন সদর উপজেলার শাচিলাপুর গ্রামের মনির খানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হাসান মাদকাসক্ত হওয়ায় প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। গতকাল দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হাসান তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। এ সময় হাসানকে দ্রুত পালিয়ে যেতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে ঘরের ভেতর গিয়ে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ,শ্বাসরোধ,হত্যা,ঝালকাঠি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close